বাংলাদেশে ভর্তিযুদ্ধের সবচেয়ে বড় পরীক্ষা বলে বিবেচিত মেডিকেল এ্যাডমিশন পরীক্ষা। প্রতিবছর প্রায় এক লক্ষ প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করা সেরা প্রায় সাড়ে ৪ হাজার পরীক্ষার্থীকে।
এত বড় একটা পরীক্ষায় টিকে থাকতে এবং নিজের আসনটি নিশ্চিত করতে প্রয়োজন ব্যাপক প্রস্তুতি। প্রস্তুতিতে যে যত এগিয়ে, সাফল্যের দিকেও সে তত অগ্রগামী৷ আর এজন্য প্রয়োজন একাদশ শ্রেণিতে ভর্তির শুরু থেকেই একাডেমিক পড়াশোনার পাশাপাশি মেডিকেল এ্যাডমিশন সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখা এবং সপ্তাহে দু একদিন এডমিশন প্রস্তুতিটাও দেখে নেওয়া। এতে সারাবছর ধরে একটু একটু করে পড়াশোনা করায় প্রস্তুতি অনেকটাই হয়ে যাবে।
এইচএসসি পরীক্ষার পর কী করবে না করবে ভেবে যখন দিশেহারা অনেক বন্ধু/সহপাঠী, তখন তুমি অনেক অনেক এগিয়ে। তুমি নিজেই বলতে থাকবে ভাগ্যিস আমি প্রথম বর্ষ থেকেই পড়াগুলো গুছিয়ে নিয়েছিলাম।