একাদশ শ্রেণীর (HSC ২০২২) জন্য

২ বছর মেয়াদী এ্যাডভান্স মেডিকেল কোর্সে ভর্তি চলছে...

কি কি থাকছে এ্যাডভান্স মেডিকেল প্রোগ্রামেঃ-
  • ৫৯টি ইন্টারেক্টিভ অনলাইন ক্লাস
  • ৫৯টি অনলাইন ক্লাস টেস্ট
  • ৮টি পেপার ফাইনাল
  • ৪টি সাবজেক্ট ফাইনাল
  • ৫টি মডেল টেস্ট
যেসকল বই দেয়া হচ্ছেঃ
  • রেটিনা ইংলিশ ডাইজেস্ট
  • রেটিনা প্রশ্ন ব্যাংক
  • রেটিনা প্রানী বিজ্ঞান ডাইজেস্ট
  • কোর্স ফিঃ৭০০০/-
  • ৩০শে জুন পর্যন্ত ৩০০০/- ছাড়!!
  • ক্লাস শুরুঃ ২৮ শে মে ২০২১।
এ্যাডভান্স কেনো করবো?

বাংলাদেশে ভর্তিযুদ্ধের সবচেয়ে বড় পরীক্ষা বলে বিবেচিত মেডিকেল এ্যাডমিশন পরীক্ষা। প্রতিবছর প্রায় এক লক্ষ প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করা সেরা প্রায় সাড়ে ৪ হাজার পরীক্ষার্থীকে।
এত বড় একটা পরীক্ষায় টিকে থাকতে এবং নিজের আসনটি নিশ্চিত করতে প্রয়োজন ব্যাপক প্রস্তুতি। প্রস্তুতিতে যে যত এগিয়ে, সাফল্যের দিকেও সে তত অগ্রগামী৷ আর এজন্য প্রয়োজন একাদশ শ্রেণিতে ভর্তির শুরু থেকেই একাডেমিক পড়াশোনার পাশাপাশি মেডিকেল এ্যাডমিশন সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখা এবং সপ্তাহে দু একদিন এডমিশন প্রস্তুতিটাও দেখে নেওয়া। এতে সারাবছর ধরে একটু একটু করে পড়াশোনা করায় প্রস্তুতি অনেকটাই হয়ে যাবে।
এইচএসসি পরীক্ষার পর কী করবে না করবে ভেবে যখন দিশেহারা অনেক বন্ধু/সহপাঠী, তখন তুমি অনেক অনেক এগিয়ে। তুমি নিজেই বলতে থাকবে ভাগ্যিস আমি প্রথম বর্ষ থেকেই পড়াগুলো গুছিয়ে নিয়েছিলাম।

তবে আর দেরি কেনো এখনি ভর্তি হয়ে যাও RETINA ADVANCE MEDICAL ADMISSION PROGRAMME এ।
স্বপ্নজয়ের দিকে এগিয়ে থাকো আরো এক পদক্ষেপ।

ভর্তির জন্য যোগাযোগঃ
️ 01558-644542
️ 01719-358418