গাইড: প্রতিটি পরীক্ষার প্রস্তুতির সময় নিজেকে যাচাই করে নেয়ার জন্য রয়েছে রেটিনা গাইড যাতে তুমি পাচ্ছ প্রতিটি অধ্যায়ের জন্যই আলাদা ভাবে অনুচ্ছেদ ভিত্তিক নমুনা প্রশ্ন এবং প্রাসাঙ্গিক ব্যাখ্যা, যা তোমাকে দিবে পূর্ণ প্রস্তুতির আত্মবিশ্বাস। থাকছে মেডিকেল ভর্তি পরীক্ষার ছাঁচে অনেকগুলো মডেল চেস্ট, যা প্রস্তুতিকে দেবে নতুন মাত্রা।