evsjv‡`‡k †gwW‡Kj wk¶ve¨e¯’v

বাংলাদেশে মেডিকেল শিক্ষাব্যবস্থা দুই পর্যায়ে বিভক্ত- (১) গ্রাজুয়েশন লেভেল (২) পোস্ট গ্রাজুয়েশন লেভেল। গ্রাজুয়েশন লেভেলে রয়েছে সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজসমূহ। মেডিকেল কলেজসমূহ হতে ৫ বছর মেয়াদী গইইঝ ডিগ্রি প্রদান করা হয়। ডেন্টাল কলেজসমূহ হতে ৫ বছর মেয়াদী ইউঝ ডিগ্রি প্রদান করা হয়। বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার প্রধান অবলম্বন হলো-৪টি মেডিকেল বিশ্ববিদ্যালয় (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (BSMMU), চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়), ৩৬টি মেডিকেল কলেজ (সরকারি), ১টি ডেন্টাল কলেজ (সরকারি) ও ৮টি ডেন্টাল ইউনিট (সরকারি) এবং ৩০টির অধিক বেসরকারি মেডিকেল কলেজ। তাছাড়া প্রায় ৩০টি হোমিওপ্যাথিক মহাবিদ্যালয়, ৩টি সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক ডিগ্রি কলেজ আছে। এছাড়া স্বাস্থ্য বিষয়ে শিক্ষা ও গবেষণার জন্য বহু প্রতিষ্ঠান রয়েছে। যেমন-বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, ইনস্টিটিউট অব পাবলিক হেলথ, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ-বাংলাদেশ (ICDDR,B), জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাস্কুলার ডিজিজ (NICVD), ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন রিসার্চ, ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ প্রভৃতি।

পোস্ট গ্রাজুয়েশন লেভেলের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হল-BSMMU (IPGMR), BIRDEM, NIPSOM, NICVD, NIO, RIHD, USTC সহ শীর্ষস্থানীয় ৮টি সরকারি মেডিকেল কলেজ। এই সমস্ত প্রতিষ্ঠান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন বিষয়ের উপর ডিপ্লোমা, MD, MS, M.Phil ইত্যাদি ডিগ্রি প্রদান করা হয়। এছাড়াও BCPS-এর অধীনে F.C.P.S   ডিগ্রি প্রদান করা হয়।

evsjv‡`‡ki miKvwi †gwW‡Kj K‡jRmg~n Ges Avmb msL¨v

ক্র: নংকলেজপ্রতিষ্ঠাআসন
1ঢাকা মেডিকেল কলেজ1946220
2স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ1972220
3শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ2006175
4ময়মনসিংহ মেডিকেল কলেজ1962220
5চট্টগ্রাম মেডিকেল কলেজ1957220
6রাজশাহী মেডিকেল কলেজ1958220
7সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ1962220
8শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল1968220
9রংপুর মেডিকেল কলেজ1970220
10কুমিল¬া মেডিকেল কলেজ1979160
11খুলনা মেডিকেল কলেজ1992160
12শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া1992160
13ফরিদপুর মেডিকেল কলেজ1992160
14এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর1992160
15পাবনা মেডিকেল কলেজ200870
16আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালি200870
17কক্সবাজার মেডিকেল কলেজ200870
18যশোর মেডিকেল কলেজ201070
19সাতক্ষীরা মেডিকেল কলেজ201165
20শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ201165
21কুষ্টিয়া মেডিকেল কলেজ201165
22শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, গোপালগঞ্জ201165
23শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, গাজীপুর201365
24শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল201465
25শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর201465
26কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ201465
27শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ201465
28পটুয়াখালী মেডিকেল কলেজ201451
29রাঙ্গামাটি মেডিকেল কলেজ201451
30মুগদা মেডিকেল কলেজ, ঢাকা201565
31শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জ201851
32নেত্রকোনা মেডিকেল কলেজ201850
33নীলফামারী মেডিকেল কলেজ201850
34নওগাঁ মেডিকেল কলেজ201850
35মাগুরা মেডিকেল কলেজ201850
36চাঁদপুর মেডিকেল কলেজ201850

miKvwi †W›Uvj K‡jR I †W›Uvj BDwbUmg~‡ni Avmb msL¨v

ক্র: নংকলেজপ্রতিষ্ঠাআসন
1ঢাকা ডেন্টাল কলেজ196197
2চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট199060
3রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট199059
4শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট201256
5স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট201252
6ময়মনসিংহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট201252
7সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট 201252
8শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল ডেন্টাল ইউনিট201252
9রংপুর মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট201252

Avav miKvwi †gwW‡Kj K‡jRmg~n Ges Avmb msL¨v

ক্র: নংকলেজপ্রতিষ্ঠাআসন
1আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ19995
2আর্মি মেডিকেল কলেজ, বগুড়া201450
3আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম201450
4আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লাহ201450
5আর্মি মেডিকেল কলেজ, যশোর201450
6আর্মি মেডিকেল কলেজ, রংপুর201450

স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল ও ডেন্টাল এডুকেশন বিভাগের অধীনে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়। বেসরকারি/আধা সরকারি মেডিকেল কলেজগুলোতে সরকারি মেডিকেল কলেজের ভর্তির পর মেধাতালিকার ক্রমানুসারে, ছাত্র-ছাত্রীদের পছন্দ মোতাবেক ভর্তি করানো হয় এবং প্রত্যেক ছাত্র/ছাত্রীর কাছ থেকে মোটা অংকের উন্নয়ন ফি ও বেতন নেওয়া হয়।

MBBS মোট আসন সংখ্যার বিবরণ

বিবরণআসন
সাধারণ আসন৩৯৬৬
মুক্তিযোদ্ধা কোটা (২%)৮২
উপজাতি (৩ পার্বত্য জেলায় ৩ জন করে)
অ-উপজাতি ((৩ পার্বত্য জেলায়)
উপজাতি (অন্যান্য জেলা)
মোট MBBS আসন ৪০৬৮

এক নজরে বিগত বছরের পরীক্ষাগুলো

সেশন ভর্তি পরীক্ষার তারিখ ও বার জাতীয় মেধায় ১ম স্থান অধিকারীর স্কোর DMC'র সর্বনিম্ন স্কোর সরকারি মেডিকেলে সর্বনিম্ন স্কোর
২০১৮-১৯ ০৫ অক্টোবর, ২০১৮, শুক্রবার ২৮৭ ২৭৫ ২৫৭
২০১৭-১৮ ০৬ অক্টোবর, ২০১৭, শুক্রবার ২৯০.৫ ২৮২ ২৭০.৭৫
২০১৬-১৭ ০৭ অক্টোবর, ২০১৬, শুক্রবার ২৮৫.৫ ২৭৫.৭৫ ২৬৪.২৫
২০১৫-১৬ ১৮ সেপ্টেম্বর, ২০১৫, শুক্রবার ১৯৪.৭৫ ১৮৫.৫ ১৭৫.২৫
২০১৪-১৫ ২৪ অক্টোবর, ২০১৪, শুক্রবার ১৮১.৫ ১৬৯.৭৫ ১৫৬.৫
২০১৩-১৪ ০৪ অক্টোবর, ২০১৩, শুক্রবার ১৯৬.৫ ১৭৭ ১৬৫
২০১২-১৩ ২৩ নভেম্বর, ২০১২, শুক্রবার ১৮৫.৫ ১৭৪.৫ ১৬১

†gwW‡Kj I †W›Uvj K‡j‡R fwZ©i wbqgvejx

†gwW‡Kj I †W›Uvj K‡j‡R fwZ©i wbqgvejx

  • S.S.C এবং H.S.C মিলে ন্যূনতম GPA = ৯.০০ (৪র্থ বিষয় সহ) উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম GPA = ৮.০০ (৪র্থ বিষয় সহ)
  • প্রতিটি পরীক্ষার GPA = ৩.৫০ (ন্যূনতম)
  • H.S.C পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম GPA = ৩.৫০

cix¶vi gvbeÈbt †gvU b¤^i = 300

  • S.S.C এবং H.S.C পরীক্ষার ফলাফল থেকে স্কোর যোগ হবে = ২০০ নম্বর এবং MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা = ১০০ নম্বর  [মানবণ্টন পাশে দ্রষ্টব্য]
  • S.S.C তে প্রাপ্ত GPA 5 x 15  = 75 (সর্বোচ্চ) এবং H.S.C তে প্রাপ্ত এচঅ GPA 5 x 25 = 125 (সর্বোচ্চ) = সর্বমোট ২০০ নম্বর।

cix¶vi mvaviY wbqgvejx t

  • MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষার সময় ১ ঘণ্টা
  • প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে
  • পাস নম্বরt ৪০
  • লিখিত পরীক্ষায় পাস না করলে বেসরকারি মেডিকেলেও ভর্তি হওয়া যাবে না।
  • এভাবে হিসাব করে মোট ৪৬০০ জনের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়।
  • একই সাথে ৬০০ জনের অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়।
  • মুক্তিযোদ্ধার সন্তানদের ৮২টি আসন বরাদ্দ থাকে। এ ক্ষেত্রে পিতা বা মাতা মুক্তিযোদ্ধা হওয়ার প্রমাণপত্র দরখাস্তের সাথে জমা দিতে হয়।
  • যারা কোন সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি থেকে পুনরায় মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেবে তাদের ৫ মার্ক কাটা যাবে।
  • মেডিকেলে বা ডেন্টালে ২য় বার ভর্তি পরীক্ষা দেয়া যায়।