ঢাবি ১ম বর্ষ (সম্মান) শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন কার্যক্রম শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ আজ ০৮ মার্চ ২০২১ সোমবার বিকেল ৫টা থেকে থেকে শুরু হয়েছে। আগামী ৩১ মার্চ ২০২১ বুধবার রাত ১২:০০টা পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ বিকেল ৫ টায় কেন্দ্রীয় ভর্তি অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনলাইন ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভর্তি প্রক্রিয়া উদ্বোধন করে উপাচার্য বলেন, ঢাকা বিভাগের বাইরের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা এবার ঢাকাসহ সকল বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। এ বছর ক-ইউনিটভুক্ত নতুন বিভাগ আবহাওয়া বিজ্ঞান বিভাগে ১৫জন শিক্ষার্থী ভর্তি করা হবে। তাই এ বছর মোট আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৭১৩৩টি। এর মধ্যে ক-ইউনিটে ১৮১০টি, খ-ইউনিটে ২৩৭৮টি, গ-ইউনিটে ১২৫০টি, ঘ-ইউনিটে ১৫৬০টি এবং চ-ইউনিটে ১৩৫টি আসন রয়েছে।

‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের MCQ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেয়া হবে। শুধুমাত্র ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের MCQ এবং ৬০ নম্বরের অংকন পরীক্ষা থাকবে। ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের MCQ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা ৪৫ মিনিট অনুষ্ঠিত হবে। ‘চ’ ইউনিটের MCQ পরীক্ষা ৩০ মিনিট এবং অংকন পরীক্ষার সময় ৬০ মিনিট থাকবে।

ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে ২০২১ শুক্রবার, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ মে ২০২১ শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মে ২০২১ বৃহস্পতিবার, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ মে ২০২১ শুক্রবার এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ০৫ জুন ২০২১ শনিবার ও অংকন পরীক্ষা ১৯ জুন ২০২১ শনিবার অনুষ্ঠিত হবে। ক, খ, গ, ও ঘ ইউনিটের পরীক্ষা সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। চ ইউনিটের সাধারণ জ্ঞান (MCQ) পরীক্ষা সকাল ১১:০০টা থেকে ১১:৩০ টা পর্যন্ত এবং অংকন পরীক্ষা সকাল ১১:০০টা থেকে ১২:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ‘ক’ ইউনিটের জন্য মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.৫ (আলাদাভাবে জিপিএ ৩.৫), ‘খ’ ইউনিটের জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০ (আলাদাভাবে ৩.০), ‘গ’ ইউনিটের জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০ ( আলাদাভাবে ৩.৫), ‘ঘ’ ইউনিটের জন্য বিজ্ঞান শাখার ক্ষেত্রে জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.৫ (আলাদাভাবে ৩.৫), মানবিক ও বাণিজ্য শাখার ক্ষেত্রে জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০ (আলাদাভাবে ৩.০) এবং ‘চ’ ইউনিটের জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.০ (আলাদাভাবে জিপিএ ৩.০) থাকতে হবে।

এ বছর রাষ্ট্রায়ত্ত ৪টি ব্যাংক– সোনালী, অগ্রণী, জনতা এবং রূপালী ব্যাংক ছাড়াও অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) এবং ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে ভর্তি পরীক্ষার ফি জমা দেয়া যাবে। ফি জমা দেয়ার শেষ তারিখ ০১ এপ্রিল ২০২১ বিকাল ৪টা পর্যন্ত। ১ মে ২০২১ শনিবার বিকেল ৩টা থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ৩০মিনিট পূর্ব পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

ভর্তির বিস্তারিত তথ্য ওয়েব সাইট (https://admission.eis.du.ac.bd) এবং ভর্তির নির্দেশিকা থেকে জানা যাবে। ভর্তির বিজ্ঞপ্তি ইতোমধ্যেই বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশ করা হয়েছে।


গুরুত্বপূর্ণ তারিখ সমূহ

বিষয়তারিখ সময়
আবেদন শুরু(ক,খ,গ,ঘ,চ ইউনিট)8-MAR-2021 05.00 PM
আবদেন শেষ(ক,খ,গ,ঘ,চ ইউনিট)31-MAR-2021 11:59 PM
ফী প্রদানের শেষ তারিখ(ক,খ,গ,ঘ,চ ইউনিট)31-MAR-2021 11:59:59 PM
প্রবেশ পত্র ডাউনলোড শুরু(ক,খ,গ,ঘ,চ ইউনিট)01-MAY-2021 03:00:00 PM
ক-ইউনিট, ভর্তি পরীক্ষা21-MAY-2021 11:00:00 AM to 12:30:00 PM
খ-ইউনিট, ভর্তি পরীক্ষা21-MAY-2021 11:00:00 AM to 12:30:00 PM
গ-ইউনিট, ভর্তি পরীক্ষা27-MAY-2021 11:00:00 AM to 12:30:00 PM
ঘ-ইউনিট, ভর্তি পরীক্ষা28-MAY-2021 11:00:00 AM to 12:30:00 PM
চ-ইউনিট, ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান)05-JUN-2021 11:00:00 AM to 12:30:00 PM

ক-ইউনিট ভর্তি নির্দেশিকা ২০২০-২১

খ-ইউনিট ভর্তি নির্দেশিকা ২০২০-২১

গ-ইউনিট ভর্তি নির্দেশিকা ২০২০-২১

ঘ-ইউনিট ভর্তি নির্দেশিকা ২০২০-২১

চ-ইউনিট ভর্তি নির্দেশিকা ২০২০-২১

অনলাইন আবেদনের নিয়মাবলী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *